আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার |

kidarkar

বিনিয়োগকারীদের পুঁজি নেই ১ হাজার ৬৬২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির দর। আর সপ্তাহটিতে অর্ধেকে নেমেছে টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন এক হাজার ৬৬২ কোটি ১৮ লাখ টাকা কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকা কমেছে দাঁড়িয়েছে এক হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯ পয়েন্টে এবং দুইহাজার ১৪০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির , দর কমেছে ১১৪টির এবং ২০৫টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮ পয়েন্টে, একহাজার ৩০৬ পয়েন্টে এবং একহাজার ১৬৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৪০৮ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ২৭টির , দর কমেছে ১০৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০৫টির কোম্পানির।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.