নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মীর আহম্মদ তার ছেলেকে শেয়ার উপহার দিবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মীর আহম্মদের কাছে আল-আরাফাহ্ ব্যাংকের মোট শেয়ার আছে ৫২ লাখ ১৭ হাজার ৫৯৪টি। তার ছেলে কোম্পানির পরিচালক আব্দুস সালামকে হাতে থাকা ব্যাংকের সব শেয়ার উপহার দিবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হবে।