দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৬৭ বারে ১০ লাখ ৪৭ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ । কোম্পানিটি ৬৭২ বারে ৩৭ হাজার ৩৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৩ বারে ২৬ লাখ ২১ হাজার ৪৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-শমরিতা হসপিটালের ৫.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৯৬ শতাংশ, সিমটেক্সের ৩.৩৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৬ শতংশ, কোহিনুর কেমিক্যালের ৩.০৩ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ২.৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।