পুঁজিবাজারের তিন কোম্পানি পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’পেতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান তিনটির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই তিন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি, বিএসআরএম লিমিটেড ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি তিনটির মধ্যে রানার অটোমোবাইলস পিএলসি বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে। একই ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে বিএসআরএম লিমিটেড। অন্যদিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে।
শিল্পমন্ত্রণালয় আলোচিত তিন কোম্পানিসহ ১২ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’এর জন্য নির্বাচিত করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পুরস্কারের জন্য নির্বাচিতদের হাতে স্বর্ণখচিত ক্রেস্ট, টাকা ও সম্মাননা পত্র তুলে দিবেন। আগামী মঙ্গলবার (০৩ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো: মাহবুবুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
শিল্প মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ১২ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ২টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ১টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি। এই বছর হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান মনোনিত হয়নি।