অস্থিরতা কাটছেই না পুঁজিবাজারে, অসহায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের অস্থিরতা যেন কাটছেই না। দরপতনের বাজরে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এখন মূল আলোচনার বিষয় এই ভিসা নিষেধাজ্ঞা ইস্যু। নিষেধাজ্ঞা ইস্যুকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার।। বাজার একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা দিলেও পরক্ষণেই দরপতন হচ্ছে।
এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের শুরুটা ইতিবাচক হলেও শেষ পরযন্ত পতনেই লেনদেন শেষ হয়েছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ২৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।