লালবাগে আইসিবি সিকিউরিটিজের এক্সটেনশন অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগে নিজেদের প্রধান কার্যালয়ের এক্সটেনশন অফিসের উদ্বোধন করেছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)। বুধবার (০৪ অক্টোবর) সকালে নতুন এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে আইএসটিসিএলের এই এক্সটেনশন অফিসের উদ্বোধন করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ড. কিসমাতুল আহসান।
আইএসটিসিএলের প্রধান নির্বাহী মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইকবার সান্টু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.টি. এম আহমেদুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ গণী এবং সাদেকা হাসান সেঁজুতি।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আইএসটিসিএলের সার্বিক উন্নতি এবং মঙ্গল কামনা করেন।