আজ: রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০২৩, রবিবার |

kidarkar

উপযুক্ত ব্যবসার পরিবেশের ওপর জোর দেন জন ফে

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সম্প্রতি রাজধানীতে অবস্থিত এর নিজস্ব প্রাঙ্গণে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে’র সাথে একটি বৈঠকের আয়োজন করে। জন ফে বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। জন ফে’র উপস্থিতিতে আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ আইবিএফবি’র ভূমিকা ও বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে আইবিএফবি’র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ; আইবিএফবি’র সরকারি সম্পর্ক ও অ্যাডভোকেসি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, এনডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত); সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান এবং আইবিএফবি’র অর্থ কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ; আইবিএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী এবং আইবিএফবি’র সহ-সভাপতি (ফাইনান্স) লুৎফুন্নিসা সৌদিয়া খান।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উপযুক্ত ব্যবসায়িক পরিবেশের ঘাটতির কারণে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের উচিত সব বিষয়ে কমপ্লায়েন্স নিশ্চিত করা। সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।

আইবিএফবি সদস্যদের প্রশ্নের জবাবে জন ফে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন ইস্যু যুক্তরাষ্ট্র অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পর্কিত সকল বিষয়ে কমপ্লায়েন্স থাকবে বলে আশা করে। তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও আগামী দিনে বাংলাদেশ আরও ভাল করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ফলপ্রসূ হবে।

আইবিএফবি’র ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে, কিন্তু বিদ্যমান পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য নয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.