বিশ্বকাপে সুসংবাদ পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সুখবর পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৭ নম্বরে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। আর শ্রীলঙ্কা ৯১ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে।
এদিকে সোমবার (০৯ অক্টোবর) শীর্ষ থেকে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে রোহিত শর্মার দল। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দুই নম্বরে। তাদের থেকে তিন রেটিং পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। আর চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১০৮।
আগামী ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল রবিবার (০৮ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের তোপের মুখে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১৫৬ রানে। সেই লক্ষ্য ৪ উইকেট হারিয়েই টপকে গেছে টাইগাররা।
ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। সাকিব আল হাসানও নেন ৩০ রানে ৩টি উইকেট। সাকিব অবশ্য ব্যাট হাতে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। ১৯ বল খেলে ফেরেন ১৪ রান করে। যদিও নাজমুল হোসেন শান্ত ৮৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।