হাসপাতালে সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং করার সময় পায়ে ক্র্যাম্প (মাংসপেশীতে টান) করতে দেখা যায় সাকিবকে। সেই সমস্যা নিজেই প্রকাশ পেয়েছে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তবে এখন জানা গেছে শাকিব স্ক্যানের জন্য হাসপাতালে গেছেন।
ম্যাচ শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাকিব না থাকায় ম্যাচ শেষে প্রেজেন্টেশনে আসেন শান্ত। সাকিবের স্ক্যানের ব্যাপারটা জানিয়ে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক জানান, ‘স্ক্যান করতে হাসপাতালে গেছেন সাকিব। রিপোর্ট আসার পর তার পরবর্তী অবস্থা জানা যাবে।’
সাকিবের অনুপস্থিতিতে দলের আরেকটি হারের ব্যাখাও স্বাভাবিকভাবে শান্ত দিয়েছেন। ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ভালো শুরুও করতে পারিনি।’
নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গতি পরিবর্তন করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি।
এর আগে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক।