নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন এবং এডিসন রিয়েল এস্টেট’এর চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এ কে এম তানভীর কামাল, ডিএমডি ও হেড অব ক্রেডিট, ডিবিএইচ; মোঃ গোলাম রসূল সেলিম, ইভিপি ও হেড অব লোন সেলস; ডিবিএইচ; আহমেদ পাশা, পরিচালক, মার্কেটিং, এডিসন রিয়েল এস্টেট; এবং মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক – কমার্শিয়াল, এডিসন রিয়েল এস্টেট।