আজ: শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ অক্টোবর ২০২৩, শনিবার |

kidarkar

আইসিবি ক্যাপিটাল (আইসিএমএল)-এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজের প্রতিবেদক: পুঁজিবাজারের একমাত্র সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা ২১ শে অক্টোবর ২০২৩, রোজ শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা, ১০৭ কাজী নজ্রুল ইসলাম এভিনিউ ঢাকা এর পদ্মা হলে অনুষ্ঠিত হয়।

আইসিএমএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ড. মোঃ হুমায়ুন কবির চৌধুরী, জনাব মোঃ জাহিদ হোসেন, মিজ্ ফৌজিয়া হক, এফসিএ, জনাব মোঃ আমজাদ হোসেন এবং জনাব রাজী উদ্দিন আহমেদ, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাজেদা খাতুন এবং আইসিবি প্রতিনীতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিকুল আনাম। আইসিবি এর পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে আইসিবি’র মহাব্যবস্থাপকগণ, আইএএমসিএল এবং আইএসটিসিএল এর সিইও মহোদয়গণ সভায় উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় আইসিএমএল এর ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিতকরণপূর্বক পরিচালনা বোর্ডের সুপারিশকৃত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণকে প্রদত্ত ১.০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এবং ১.৫% চূড়ান্ত লভ্যাংশ হিসেবে মোট ২.৫% লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়। আইসিএমএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইসিএমএলকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আইসিবি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ এবং সিডিবিএল সহ সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.