আজ: বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার |

kidarkar

মাস্টারকার্ড ও ডাচ্-বাংলা ব্যাংক যৌথভাবে নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য বিশেষ প্রিপেইড কার্ড চালু করেছে

নিজস্ব প্রতিবেদক: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড আজ যৌথভাবে নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় কিছু প্রিপেইড কার্ড চালু করেছে; এরমধ্যে নারীদের জন্য ‘ফেমিনা কার্ড’, শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কার্ড’ ও পর্যটকদের জন্য ‘ট্রাভেল বা ভ্রমণ কার্ড’ চালু করা হয়েছে। এই উদ্যোগ আর্থিক সেবাখাতে প্রিপেইড কার্ড এর মাধ্যমে গ্রাহকদের বৈচিত্র্যময় বিভিন্ন সেবাপ্রদানে ডিবিবিএল-এর আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন।

এর মধ্যে ‘ফেমিনা’ কার্ডের কার্ডহোল্ডাররা বিভিন্ন স্বনামধন্য বিউটি স্যালুন ও লাইফস্টাইল আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন; এছাড়া, ক্যাম্পাস কার্ডের কার্ডহোল্ডাররা রেস্টুরেন্ট, কফি শপ সহ বিভিন্ন বিনোদন আয়োজন যেমন- ‘অ্যামিউজমেন্ট অ্যন্ড ভিআর থিম পার্ক’, ‘কার্ট রেসিং প্ল্যাটফর্ম’-এ পাবেন বিশেষ অফার। আর অপরদিকে ‘ট্রাভেল’ কার্ডের কার্ডহোল্ডাররা অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোতে (ওটিএ) ফ্লাইট টিকিট ক্রয়ে বিশেষ অফার ও প্যাকেজ পাবার পাশাপাশি জনপ্রিয় হোটেল ও রিসোর্ট বুকিং এ ডিসকাউন্ট উপভোগ করবেন। নতুন এই প্রিপেইড কার্ডগুলোর কার্ডহোল্ডাররা সারা দেশে মাস্টারকার্ডের ৬,৫০০টিরও বেশি পার্টনার আউটলেটে হোটেলে অবস্থান, ডাইনিং ও লাইফস্টাইল পণ্য ক্রয়েও বিশেষ ছাড় উপভোগ করবেন।

ইএমভি চিপ-সম্বলিত এই কার্ডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে- যাতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবহারের মাধ্যমে নির্বিঘ্নভাবে সশরীরে (ফিজিক্যাল) ও স্পর্শহীনভাবে (কন্টাকলেস) নিরাপদে লেনদেন করা যায়। এছাড়া, কার্ডহোল্ডাররা কার্ড-সংক্রান্ত সহায়তার জন্য যেকোনো সময় সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর (ডিবিবিএল) ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন বলেন, “নতুন এই ৩টি প্রিপেইড কার্ডগুলো চালুর উদ্যোগ ডিবিবিএল-এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক; যেটি আর্থিকখাতে উদ্ভাবনী পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহক-চাহিদা পূরণে ডিবিবিএল-এর শীর্ষ অবস্থানকে আরো সুসংহত করছে। মাস্টারকার্ড এর মতো শীর্ষ পেমেন্ট সল্যুশন কোম্পানির সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের কন্টাকলেস পেমেন্ট এর নতুন অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ডাচ্–বাংলা ব্যাংককে সঙ্গে নিয়ে কার্ডহোল্ডারদের জন্য বিভিন্ন অফারের প্রিপেইড কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের লেনেদেন কার্যক্রম সহজ করে তোলা ও তাদের জন্য আকর্ষণীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা ভেবেই এই কার্ডগুলো ডিজাইন করা হয়েছে। এই কার্ডগুলোর উন্মোচন ব্যবহারকারীদের অভিনব পণ্য ও সল্যুশন প্রদানে এবং সরকারের স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে মাস্টারকার্ডের প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করছে।”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.