আজ: শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ইং, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ নভেম্বর ২০২৩, বুধবার |

kidarkar

গতিহীন পুঁজিবাজারে লেনদেন নামলো ৩শ’ কোটিতে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।লেনদেন নেমেছে ৩শ কোটিতে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আজ ডিএসইতে ৩৭২ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫০ কোটি ৬১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৮৮ লাখ টাকার।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৭ টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে।

সিএসইতে ১৩৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭ টির দর বেড়েছে, কমেছে ৩৩ টির এবং ৫৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.