আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। সোমবার (৩০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন আইসিএবি প্রেসিডেন্ট মোঃ
আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের জাতীয় সংস্থা। ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন মূল্যায়নে বিশেষ করে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট, ইন্টিগ্রেটেড রিপোর্ট ও কর্পোরেট গর্ভনেন্স প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
উল্লেখ্য বাংলাদেশে এই প্রথম ও একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মর্যাদাশীল আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো।