আজ: বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ নভেম্বর ২০২৩, বুধবার |

kidarkar

বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান বাজার: ডিএসইর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসই’র বাজার মূলধন হলো ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। বাংলাদেশে বর্তমানে উদ্ভাবনী প্রকল্পসমূহে এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিমূলক প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান।

জার্মানি’র বার্লিন-এ “দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক রোডশো-তে ডিএসই-এর প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণ করেন। সেখানে গত ৩০ অক্টোবর জা‍র্মা‍নীর বার্লিন-এ প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক বৈঠকে এসব কথা বলেন।

বৈঠককালে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, বর্তমান বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম উপাদান হলো স্মার্ট টেকনোলজি ও স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমির ২টি খাত রয়েছে। একটি হলো ক্যাপিটাল মার্কেট, অন্যটি হলো মানি মার্কেট। স্মার্ট ইকোনমি বিনির্মানে উভয় খাতের অবদান রয়েছে। ইতোমধ্যে আমারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি এবং দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এরপরও আরও কিছু প্রযুক্তি সংযোজন করতে হবে।

তিনি বলেন, আমরা ব্র্যাসেলস স্টক এক্সচেঞ্জের সাথে বাংলাদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবো। আগামীতে স্মার্ট বাংলাদেশের বাস্তাবায়নের সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে বিনিয়োগের আহবান জানান৷

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস৷ রোড-শোতে অংশগ্রহণের পাশাপাশি ডিএসই’র

এসময় আরও উপস্থিত ছিলেন বেপজা-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি, বেসিস-এর প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং জার্মানির বিনিয়োগকারীবৃন্দ।

১ টি মতামত “বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান বাজার: ডিএসইর চেয়ারম্যান”

  • আঃ র‌হিম says:

    কারন এখা‌নে চোর বাটপার ভরা নেই কো‌নো নিয়ম কানুন, দর‌বেশ বাবারা যে যার ম‌তো ক‌রে চু‌শে নি‌তে পা‌রে সাধারন বি‌নি‌য়োগ কা‌রীর অর্থ এর জন‌ বাংলা‌দে‌শের শেয়ার বাজার অ‌নেক সম্ভাব‌নাময়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.