গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে দেশে ফিরলেন পাপনসহ বিসিবি পরিচালকরা
স্পোর্টস ডেস্ক:সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যায় বাংলাদেশ দল। কিন্তু বিশ্ব মঞ্চে টাইগারদের সময়টা ভালো যাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও এরপর টানা ছয় ম্যাচে পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। পরপর এমন হারের কারনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা নিয়েও জেগেছে সংশয়।
বিশ্বকাপে বাংলাদেশের হাতে আছে আর মাত্র দু’ম্যাচ। আগামী ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে সেই দুই ম্যাচ বাকি রেখেই গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে অনেকটা লুকিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের বেশ কয়েকজন পরিচালক। গতকালকে কলকাতা থেকে ঢাকায় এসেছেন তারা।
নেদারল্যান্ডস ম্যাচের আগে বাংলাদেশ দলকে সাহস জোগাতে পাপনের সাথে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ভারতে গিয়েছিলেন। এরপর নেদারল্যান্ডসের কাছে শোচনীয় পরাজয়ের পর সবশেষ পাকিস্তানের কাছেও হারের সাক্ষী ছিলেন এই বোর্ড কর্তারা।
একমাত্র মাঠের পারফরম্যান্সে ভরাডুবির কারণে ভারত সফরটা সুখকর হলো না দেশের ক্রিকেট নীতিনির্ধারকদের। ডাচদের ম্যাচের আগে ও পরে কয়েক দফায় বৈঠক করেও তারা ফেরাতে পারেনি দলের ফর্ম। উল্টো ডাচ কেলেঙ্কারির পর পাকিস্তানের বিপক্ষে দেখা গেছে আরও বাজে এক বাংলাদেশ দলকে। টুর্নামেন্টের দুই ম্যাচ বাকি রেখেই তাইতো দেশে ফিরেছেন বিসিবির কর্তারা।
তবে বিমানবন্দরে গণমাধ্যমের চাপ এড়াতে অনেকটা গোপনেই দেশে ফেরেন এই কর্তারা। সেখান থেকে নিজ নিজ গাড়িতে চড়ে বেশ তাড়াহুড়ো করে বেরিয়ে যান। সূত্রের খবর, টুর্নামেন্ট চলাকালীন কোনো কোচিং স্টাফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বিসিবি। আপাতত তারা কথা বলবেন না তামিম-সাকিব পাল্টাপাল্টি ভিডিও বার্তা এবং ইন্টারভিউগুলো নিয়েও। তবে, ক্রিকেটাররা দেশে ফিরলে অধিনায়কত্ব ইস্যুসহ নানা বিষয়ে বেশকিছু বড় সিদ্ধান্ত আসতে পারে দেশের ক্রিকেটে।