আজ: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

পথচারীকে সাক্ষী রেখে বিএনপির তালাবদ্ধ কার্যালয়ে ইসির সংলাপের চিঠি

শেয়ারবাজার ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের আমন্ত্রণ নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন ইসির এক কর্মচারী। তবে চলমান অবরোধ কর্মসূচি ঘিরে দলটির কার্যালয় তালাবদ্ধ পান তিনি।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর চিঠিটি পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিটি নিয়ে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন ইসির অফিস সহকারী মো. মহসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী (ডেসপাচ রাইডার) মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপি কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। এটি সংশ্লিষ্ট বিতরণ শাখার বিষয়।

সংশ্লিষ্ট শাখার যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, নিয়ম হলো চিঠি নিয়ে অফিসে গিয়ে কাউকে না পেলে সেখানে একজন সাক্ষীর সামনে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া বা রেখে আসা। কে কী বলেছে, তা আমরা জানি না।

চিঠিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। বৈঠকে দুইজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

২৮ অক্টোবর দুদলের কর্মসূচি ঘিরে সংঘাতময় পরিস্থিতির পর থেকেই তালাবদ্ধ বিএনপি কার্যালয়। চলমান অবরোধ কর্মসূচির কারণেও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কারাগারে রয়েছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.