আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ নভেম্বর ২০২৩, সোমবার |

kidarkar

গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্ট বিডি ও ইউনিয়ন বিডি কনজ্যুমারের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : গোদরেজের বাংলাদশ অফসি এ স্বনামধন্য ব্রান্ড র্পাক এভনিউি এবং কামাসূত্র এর একমাত্র জাতীয় পরিবেশক হিসেবে গোদরেজ হাউজ হোল্ড প্রোডাক্ট বিডি প্রাঃ লি: এর সাথে ইউনয়িন বিডি কনজ্যুমার লিমিটিডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরতি হয়।

এখন থেকে ইউনয়িন বিডি কনজ্যুমার লি: র্পাক এভনিউি এবং কামাসূত্র ব্রান্ড এর একমাত্র পরিবেশক (বাংলাদশে) হিসেবে সকল র্কাযক্রম পরিচালনা করবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থতি ছিলেন ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের সম্মানতি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাফর ইমাম ও গোদরেজ হাউজ হোল্ড প্রোডাক্ট বিডির পক্ষে সম্মানিত চিফ ফিনান্সিয়াল অফিসার সন্দীপ হালদার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.