ইন্স্যুরেন্স খাতে আয় বেড়েছে ১৪ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার তালিকাভুক্ত নন-লাইফ ইন্স্যুরেন্স খতের ৪২টি কোম্পানির মধ্যে ৪১টি কোম্পানি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে আলোচ্য সময়ে ১৪টি কোম্পনির আয় বেড়েছে। একই সমযে আয় কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতী ইন্সুরেন্স লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবংবাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরেও একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে এক টাকা ৮ পয়সা
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ৫ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৮৯ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৩ পয়সা
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ১ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল এক টাকা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (েজুলাই-সেপ্টেম্বর’২৩) কাম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয়বেড়েছে ২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা।
প্রভাতী ইন্সুরেন্স লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে এক টাকা ২ পয়সা
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০ পয়সা
তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’ ২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৬ পয়সা।
অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা
তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’ ২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৮ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০ পয়সা
অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৪ পয়সা।
অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫ পয়সা
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৮ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়েও ছিল ৬১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ পয়সা
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৮১ পয়সা।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় সমন্বিত (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১৪ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৮৩ পয়সা।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ১ টাকা ১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ২ টাকা ৭৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ২ টাকা ৩৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৭২ পয়সা।
এদিকে আয় অপরিবর্তিত রয়েছে-
সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা। আয় অপরিবর্তিত রয়েছে।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ১ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৪ পয়সা।
নিটল ইন্স্যুরেন্স
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছরেও একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় অপরিবর্তিত রয়েছে।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ১ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৯ পয়সা।