নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ। র্যাংকিংয়ে সবার চেয়ে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি স্বাগতিক ভারত। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে ৪৫ ম্যাচের গ্রুপ পর্ব। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। যেখানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হয়েছে।
সর্বশেষ ম্যাচ ভারতের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। জয়ের ধারাবাহিকতাই ধরে রাখা মুখ্য উদ্দেশ্য তাদের। তবে নেদারল্যান্ডসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে জিততে পারলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে তারা।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন সমীকারণ সামণে রেখে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ফিল্ডিং করতে হবে নেদারল্যান্ডসকে।
টস জয়ের পর রোহিত শর্মা বলেন, ‘শুধু টস জয়ই নয়, আমরা সব ডিপার্টমেন্টেই সব সময় ভালো করে এসেছি। আরও ভালো করতে চাই। নিজেদের বক্সের সবগুলো দেয়াল আরও মজবুত করার সুবর্ণ সুযোগ এই ম্যাচ।’
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বলেন, ‘আমাদেরও সব কিছু ভালো গিয়েছে এ বিশ্বকাপে। দুটি ভালো জয় আছে। আজ আমরা চাই ভালো পারফরম্যান্স করতে। আমরা আজও চাইবো নিজেদের সেরাটা দিয়ে খেলতে।’
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সাইব্র্র্যান্ড অ্যাঙ্গলব্রেখট, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিডি, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত এবং পল ফন মিকেরেন।