বিএসইসি (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি)-২০২৩ খসড়ার ওপর ডিবিএর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০২৩” প্রণয়নের লক্ষে ইতোমধ্যে এর খসড়া প্রকাশ করে এর উপর জনসাধারণের মতামত আহবান করেছে।
এই লক্ষে অদ্য বুধবার (১৫ নভেম্বর) স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সদস্যদের অংশগ্রহণে ডিএসইর মাল্টি-পারপাস হল, ডিএসই টাওয়ার, নিকুঞ্জে অনুষ্ঠিত উক্ত বিধিমালার উপর একটি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
আলোচনার শুরুতে উক্ত বিধিমালায় অন্তর্ভুক্ত খুটিনাটি বিষয়ের উপর স্লাইড উপস্থাপনা প্রদান করেন ডিবিএর ভাইস প্রেসিডেন্ট মো সাইফুদ্দিন, সিএফএ।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রায় ২০৯ (দুইশত নয়) স্টক ব্রোকার প্রতিনিধি উপস্থিত থেকে প্রস্তাবিত বিধিমালার উপর তাদের বক্তব্য ও মতামত প্রদান করে।
বক্তাদের মধ্যে সকলে বিএসইসি বক্তাদের মধ্যে সকলে বিএসইসি র প্রস্তাবিত উক্ত বিধিমালায় অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের উপর তাদের উদ্বেগ প্রকাশ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আরো আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনের কথা উল্লেখ করে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতি বিবেচনায় নিয়ে উক্ত বিধিমালা প্রণয়নের কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত স্থগিত করতে বিএসইসির প্রতি আহবান জানায়। এ বিষয়ে বক্তারা আরো বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে এহেন বিধিমালার প্রনয়ণ পুঁজিবাজারসহ দেশের সার্বিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই এখনই এর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত বক্তাগণ ডিবিএর প্রতি আহবান জানিয়ে এ বিষয়ে ডিবিএর প্রতি তাদের সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি এন্ড সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান, ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, এমপি, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, আলী সিকিউরিটিজ এন্ড কোং-এর চেয়ারম্যান আলী আকবর, বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ, এস, শাহুদুল হক বুলবুল, এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার ইকরাম, শাকিল রিজভী স্টক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ, শান্তা ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন, এফসিএমএ, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান, বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, প্রুডেন্সিয়াল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক ববি প্রমূখ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।