রোববার ১৮ কোম্পানির লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৮ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১৬ নভেম্বর, রোববার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে:রানার অটোমোইলস, নাভানা ফার্মাসিউটিক্যালস, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, আমরা টেকনোলজিস, এগ্রিকালচারাল মার্কেটিং, হাওয়া ওয়েল, ইফাদ অটোস, ইন্দো-বাংলা, ন্যাশনাল পলিমার, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, রংপুর ফাউন্ড্রী, শাশা ডেনিমস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, ট্রাষ্ট ইসলামী লাইফ, অগ্নি সিস্টেমস এবং স্টাইলক্রাফট লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।