২৫ কোম্পানির লেনদেন চালু রোববার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১৯ নভেম্বর, রোববার চালু হচ্ছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: বীকন ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং,স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এম.এল ডাইং, বীচ হ্যাচারি, ইনডেক্স আগ্রো, ইন্ট্রাকো রিফুয়েলিং, এসিআই, এসিআই ফর্মুলেশনস, আজিজ পাইপসি, বিডিকম অনলাইন, ডেল্টা লাইফ, ফাইন ফুডস, জেমিনি সী ফুড, জি কিউ বলপেন, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, দেশ গার্মেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, সোনালী পেপার এবং ইমাম বাটন।
আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ১৪ ও ১৫ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে।