আজ: শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ নভেম্বর ২০২৩, সোমবার |

kidarkar

এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন সম্প্রতি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরিশোধিত মূলধন কোন কোন খাতে ব্যয় করবে, কোম্পানিটি তা জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন শেয়ার ইস্যু করে বাজার থেকে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা তুলবে এমারেল্ড অয়েল। এসব টাকার মধ্যে বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং মাইডাস ফাইন্যান্সের দেনা হিসেবে কোম্পানিটি ২ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে। এছাড়া কারখানার কাঁচামাল, কেমিক্যাল এবং প্যাকেজিং খরচ হিসেবে ২০ কোটি ২৪ হাজার ৫৯৭ টাকা; বকেয়া গ্যাস বিল হিসেবে ৫ কোটি ৫২ লাখ ২৪ হাজার ৩১৯ টাকা; মূলধন ব্যয় হিসেবে ১ কোটি ১ লাখ ৬২ হাজার ৩৫৮ টাকা এবং প্রাক-পরিচালন ব্যয় হিসেবে ২ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৭৬৬ টাকা ব্যয় করবে কোম্পানিটি।

বর্তমানে এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। কোম্পানিটি এই মূলধন ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বাড়িয়ে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল। কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

২০২২ সালের নভেম্বরে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে।

৩ উত্তর “এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন বিএসইসির”

  • Md DELOWER Hossain says:

    ধন্যবাদ বিএসসি চেয়ারম্যান কে ধন্যবাদ ডিএসসি এর নীতি নির্ধারকদের।
    তাদের ভুলের কারণে আজকে কিছু শেয়ারের দাম এতটা পতন হয়েছে যা বলার মত না।

  • Md DELOWER Hossain says:

    কোন কোম্পানির বোনাস ঘোষণা করার ২০/২২ দিন পরে ঐ কোম্পানির রেকর্ড ডেট এর দিন কেন অনুমোদন দেয়া হয় না ।
    সেটা কেন রেকর্ডডেটেড দিনে ঘোষণা আসে বিএসসি থেকে????
    রেকর্ড ডেটের দিনে কেমন করে বলে স্টক ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়নি ।

    এটা ২০/২২ দিন লাগলো কেন দু চার পাঁচ দিনের মধ্যে কি দেয়া যায় না অনুমোদন????

    কোন কোম্পানির বোনাস ঘোষণার কয়দিন পরে অনুমোদন দেয়া হবে, কি হবে না, তার একটা নির্দিষ্ট সময় অতি সত্বর ঘোষণা করার জন্য বিএসসি চেয়ারম্যান কে অনুরোধ করা হলো।

  • শেখর কুমার রায় says:

    শেয়ারবাজারে প্রচুর অনিয়ম চলছে। কিছু দিন আগে লিগ্যাছি ফুটের শেয়ার কিছু লোকের জন্য বরাদ্ধ করা হয়েছে, সাধারন বিনিয়োগ কারীদের কোন শেয়ার দেওয়া হয় নাই। এখন আবার একজনকে ৩কোটি এমারেন্ড অয়েলের শেয়ার বরাদ্ধ করা হইতেছে। নিয়ম হইল রাইট শেয়ার ছেরে মুলধন বাড়াতে হবে। শিবলি একটা চোর, ওর বিচার কে করবে?

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.