প্রাইম ব্যাংক ও আই ফার্মার মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি এবং আই ফার্মার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে কৃষিকাজে জড়িত নারীদের অর্থায়ন সহজ করতে যৌথ উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগের ফলে সারাদেশে শত শত কৃষক এবং কৃষি উদ্যোক্তা যাদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ প্রয়োজন তাদের ঋণ প্রাপ্তি সহজ হবে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং আই ফার্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে চুক্তির নথি হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।