যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য সহজলভ্য করছে ‘স্বপ্ন’ ও ‘উদ্দীপন’
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম সুপারশপ ‘স্বপ্ন’ এবং ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস ‘উদ্দীপন’ বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যের খুচরা বাজারে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করছে। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা ও সুনাম বৃদ্ধিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উপলক্ষ্যে উদ্দীপনের আমন্ত্রণে সম্প্রতি ঢাকার গুলশান-১ এ স্বপ্নের আউটলেট পরিদর্শন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও পরিবহন বিভাগের (ট্রান্সপোর্ট) শ্যাডো মিনিস্টার স্যাম ট্যারি। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির, উদ্দীপনের বোর্ড মেম্বার নাজির আলম, বাংলাদেশে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল সহ ব্রিটিশ পার্লামেন্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্বপ্ন ও উদ্দীপনের এই উদ্যোগের ফলে যুক্তরাজ্যের ক্রেতারা সহজেই সেখানের খুচরা বাজারে বাংলাদেশি কৃষি ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।