নিজের প্রতিবেদক: ডিজিটাল প্লাটফরম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির (এফএসআইবিএল) বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকবৃন্দের অংশগ্রহণে ব্যাংকের অত্র বছরের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
এছাড়াও, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ব্যাংকের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।