ইসির সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক আজ
শেয়ারবাজার ডেস্ক: নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিম।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা চার সদস্যের প্রতিনিধি দল রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও কমিশনের সঙ্গে বৈঠকে করবেন। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন উপস্থিত থাকবে।
এর আগে গত ২৯ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। তারা গণতান্ত্রিক পন্থায় অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল