ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়ি চুরমার, নিহত ১
শেয়ারবাজার ডেস্ক: জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি ভেঙে ‘চুরমার’ হয়ে গেছে। এতে আহসান হাবিব নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
আজ রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।
তিনি জানান, এতে আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী একটি মেইল ট্রেন আজ রোববার ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মাহবুবুর রহমান আরও বলেন, কনস্টেবল আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামান