বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
শেয়ারবাজার ডেস্ক: ভোক্তা পর্যায়ে আবারও বাড়লো লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির সিলিন্ডারে ২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৮১ টাকা। ২৩ টাকা বেড়ে দাম হয়েছে ১ হাজার ৪০৪ টাকা। (৩ ডিসেম্বর) বিকালে নতুন এ দাম নির্ধারিত হয়। সন্ধ্যা ছয়টা থেকেই এই দাম কার্যকর হবে। এর আগে গত নভেম্বরে ১৮ টাকা বাড়ানো হয়েছিল ১২ কেজির সিলিন্ডারের দাম।
রবিবার (৩ ডিসেম্বর) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন।
বিশ্ববাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবনমনের জন্য দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজি নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৪ টাকা ৪৩ পয়সা, যা এত দিন ছিল ৬৩ টাকা ৩৬ পয়সা।