একসঙ্গে তিন বছরের এজিএম করবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩৪, ৩৫ এবং ৩৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ২০১৯ সালে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একইদিনের সকাল সাড়ে ১১টায় ২০২০ সালে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির ৩৫তম এজিএম, দুপুর সাড়ে ১২টায় ২০২১ সালে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৬তম এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমগুলো ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুসারে এজিএমের সভাপতিত্ব করবেন কোম্পানিটির ইনডিপেনডেন্ট চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।