ন্যাশনাল ব্যাংকের এজিএম স্থগিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। বেশকিছু অনিয়মের কারণে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এদিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম হওয়ার কথা ছিল।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ব্যাংকের অপর পরিচালক পারভীন হক শিকদার। ফলে চেম্বার জজ আদালত সভাটি ১৬ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন।
ব্যাংকটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার, পরিচালক পারভীন হক সিকদার, রন হক সিকদার, রিক হক সিকদার। এছাড়া পরিচালক হিসেবে আছেন জাকারিয়া তাহের ও খলিলুর রহমান।
পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, সিকদার গ্রুপের কর্মকর্তা নাইমুজ্জামান ভূঁইয়া ও সাবেক সেনা কর্মকর্তা শফিকুর রহমান।