আয়ারল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিকে থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। বাঁচা-মরার সেই ম্যাচে হেসেখেলেই জয় পেয়েছে যুবারা। সোমবার (২২ জানুয়ারি) ১৯ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছে টাইগার যুবারা।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। এবারও নতুন বলে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন মারুফ মৃধা। ওপেনিং জুটিতে ২৬ রান তুলতেই প্রথম উইকেট হারায় আইরিশরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আয়ারল্যান্ড যুবাদের পক্ষে এক প্রান্তে দাঁড়িয়ে একাই লড়েছেন হিল্টন। এই টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফেরার আগে করেছেন ১১২ বলে ৯০ রান। শেষ পর্যন্ত হিল্টনের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।
শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.