আজ: সোমবার, ১৭ মার্চ ২০২৫ইং, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ জানুয়ারী ২০২৪, সোমবার |

kidarkar

ইজতেমার দুই গ্রুপের দ্বন্দ্বে দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষকে সুহৃদপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমার দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ইজতেমা সম্পন্ন করে দুপুরের আগেই প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদে গিয়ে আপনারা দখল-বেদখল করেন। এতে লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ রইলো, এই কর্ম থেকে আপনারা বিরত থাকবেন। সবাই মিলেমিশে চলবেন।

এসময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের সাথে মিটিংয়ে কথা হয়েছে যে, তারা দিয়াবাড়িতে ইজতেমার প্রস্তুতি নিতে চান। এটা জানিয়েই তারা সেখানে সেটা করা শুরু করে দিয়েছেন। যতোক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স না দেব, ততোক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না। অনুমতি ছাড়া দিয়াবাড়িতে ইজতেমার প্রস্তুতি নেয়া হলে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করে থাকি। অথচ সেখানে যদি আমাদের মধ্যে বিভেদ থাকে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এ বিভেদ চাই না। অতীতের মতো ইজতেমায় আবারও হৃদ্যতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হক আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল ইসলাম, পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শীর্ষ মুরব্বীদের মতবিরোধের কারণে এবারও ইজতেমা অনুষ্ঠিত হবে দু’দফায়। প্রথম দফায় মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দফা।

এরপর ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় শুরু হবে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২য় দফা তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.