এফএসআইবিএল’র বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ৩দিন ব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০২৪ হবিগঞ্জের দি প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারির ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, সকল আঞ্চলিক প্রধানগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০২৪ সালের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসময় এসিআই মটরসের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।