আইপিও কোম্পানির সার্কিট ব্রেকার ৫০%

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম এবং দ্বিতীয় দিনে শেয়ার দর বাড়া-কমার সীমা (সার্কিট ব্রেকার) আগের মতোই ৫০% নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন স্থগিত থাকা এ নিয়মটি পুনরায় চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগে আইপিওতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার প্রথম এবং দ্বিতীয় দিনে লেনদেনের কোন সার্কিট ব্রেকার ছিল না। পরবর্তীতে গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখে নতুন কোম্পানির শেয়ার দরের সার্কিট ব্রেকার প্রথম দিন ৫০% এবং দ্বিতীয় দিনে প্রথম দিনের ক্লোজ প্রাইজের ৫০% সার্কিট ব্রেকার নির্ধারণ করে দেওয়া হয়। পরবর্তীতে এ নিয়ম স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন থেকে পুনরায় এ নিয়ম চালবে বলে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ আইপিও’র কোন কোম্পানির শেয়ারের লেনদেনের প্রথম দিন ৫০% পর্যন্ত বাড়তে পারবে। দ্বিতীয় দিন প্রথম দিনের ক্লোজ প্রাইসের ৫০% বাড়তে পারবে। এছাড়া তৃতীয় দিন থেকে স্টক এক্সচেঞ্জের অন্যান্য সিকিউরিটিজের মতোই সার্কিট ব্রেকার কার্যকর হবে।
যেমন: ২০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ১০%। ২০০-৫০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৮.৭৫%। ৫০০-১০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৭.৫০%। ১০০০-২০০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৬.২৫%। ২০০০-৫০০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৫%। এবং ৫০০০ টাকার ওপরে পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৩.৭৫%।
শেয়ারবাজারনিউজ ডটকম/ শি