এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন : ইসি

শেয়ারবাজার ডেস্ক : এসএসসি পরীক্ষা ও রোজার বিষয়টি চিন্তা করে এবার এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আশা করছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর চেষ্টা করছি আমরা। ধাপে ধাপে নির্বাচন করা হবে। প্রথম ধাপের ভোটের জন্য ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন মে মাসের মধ্যে সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, দলীয় প্রতীক থাকা না থাকা ইসির নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় নির্বাচনেও মতো উপজেলা নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে।