নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী সরকার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রীকে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী সরকার জানিয়েছেন, তার কাছে থাকা শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার তার স্ত্রী শাফিয়া আশরাফিকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে হস্তান্তরিত হবে।