বিএটিবিসির ফ্লোর প্রাইস উঠছে সোমবার

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) কোম্পানিটির নগদ লভ্যাংশের রেকর্ড ভেটের জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
কোম্পানিটি জানিয়েছে যে, আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুয়ারি) পর্যন্ত। আগামী রবিবার (৩রা মার্চ) কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন (৩রা মার্চ) কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে।
সেই নির্দেশনা মোতাবেক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ফ্লোর তারিখ জানা গেল। আগামী ৩ মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৪ঠা মার্চ), অতএব বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি কোম্পানিটির ৪ঠা মার্চ সোমবার থেকে শেয়ারে ফ্লোর প্রাইস থাকবে না।