আজ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫ইং, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মার্চ ২০২৪, মঙ্গলবার |

kidarkar

কুমিল্লায় ‘আইএফআইসি লারজেস্ট নেটওয়ার্ক বিজন্সে কনফারেন্স’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক পিএলসি-এর কুমিল্লা ও ফেনী জেলার সকল শাখা-উপশাখার কর্মীবৃন্দকে নিয়ে ১ মার্চ ২০২৪, কুমিল্লার একটি মিলনায়তনে দিনব্যাপী ‘আইএফআইসি লারজেস্ট নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে।

কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার।

অনুষ্ঠানে কুমিল্লা ও নোয়াখালী জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট শাখা-উপশাখার প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.