আজ: বুধবার, ১৯ মার্চ ২০২৫ইং, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মার্চ ২০২৪, শনিবার |

kidarkar

রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

শনিবার (৯ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রুখসানা হাসিন ও স্বতন্ত্র পরিচালক রফিকুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে। গত বছর আমরা সব সূচকে সবার চেয়ে ভালো করেছি, এ বছরও আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে।

ব্যাংকের সারা দেশের ৬১০টি শাখা ও উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন খেলা যেমন- লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছেন।

এ সময় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, আবু নাসের মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ মাঠে উপস্থিত ছিলেন। বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.