নিজের প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীর প্রাক্কালে কোটালীপাড়া উপজেলায় এবি ব্যাংক ৪৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে শতভাগ ঋণপরিশোধকারী কৃষকদের মাঝেও পুনরায় ঋণ প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মার্চ) আয়োজিত এক উঠান বৈঠকে কৃষকদের মাঝে ঋণ বিতরণ, শুভেচ্ছা ও মত বিনিময় করেন তারিক আফজাল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এবি ব্যাংক।