নিজের প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) আইসিবি’র প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, গুচ্ছ বেলুন উড্ডয়ন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং আইসিবি কর্মকর্তা সমিতি ও আইসিবি কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।