নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস. এম রেজাউল করিম ঘোষিত ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৩০ এপ্রিল কোম্পানির এই পরিচালকের হাতে থাকা ৩ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯০টি শেয়ারের মধ্য থেকে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন তিনি, যা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে কার্যকর হওয়ার কথা।
আজ বুধবার (১৯ জুন) ডিএসই জানিয়েছে, এস এম রেজাউল করিমের ঘোষিত ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।