আজ: শনিবার, ২২ মার্চ ২০২৫ইং, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জুন ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

পুঁজিবাজারে স্বস্তির হাওয়া, মৌলভিত্তির শেয়ারের ফিরছে বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দিন পতন বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারে স্বস্থি ফিরতে শুরু করেছে। ইদের পরেই এমন চাঙাভাব বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরছে।

অনেক দিন পর পুঁজিবাজারে নড়েচড়ে বসেছে মৌলভিত্তির শেয়ার হিসাবে পরিচিত বড় মূলধনী কোম্পানির শেয়ার। যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়। এসব শেয়ার দীর্ঘদিন যাবত প্রায় ঘুমিয়ে ছিল। সিংহভাগ কোম্পানির লেনদেনও ছিল নামকাওয়াস্তে। আজ কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বেড়েছে, পাশাপাশি লেনদেনও ছিল চোখে পড়ার মতো।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডে বিডি, রেনেটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, হাইডেলবার্গ,লাফার্জহোলসিম, গ্রামীণফোন, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক। এসব মৌলভিত্তির বড় মূলধনী কোম্পানির শেয়ার দর বাড়াতে পুঁজিবাজারে সূচকরে বড় উত্থান হয়েছে। দীর্ঘদিন পর  এমন উত্থান দেখলো বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলোর মধ্যে আজ রেনেটা, ওয়ালটন হাইটেক বিক্রেতাশুন্য ছিল। এই দৃশ্য দেখা গেল অনেক দিন পর। আবারঅন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণার কারণে একদিনেই লিন্ডে বিডির দর বেড়েছে ৪৩ শতাংশের বেশি।

চলতি বছরের ৫ মাস ১৩ দিনে পুঁজিবাজারের সূচক কমেছে ১ হাজার ১২৯ পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৫৬ কোটি টাকা।

এরপর ঈদের আগে ১২ জুন বাজার ঘুরে দাঁড়ায়। ঈদের আগের দুই দিনে সূচক উদ্ধার হয় ৪৭ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন ফিরে আসে ২ হাজার ৯২৩ কোটি টাকা।

ঈদে ৫ দিন ছুটির পর গতকাল বুধবার বাজার ইতিবাচক ধারায় থাকে। এদিন ডিএসইর সূচক বাড়ে সাড়ে ৪৩ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন ফিরে ৩ হাজার ২৬৫ কোটি টাকা।

আজ দ্বিতীয় দিনে ডিএসইর সূচক বেড়েছে পৌনে ৮৩ পয়েন্ট।যার ফলে একদিনেইবিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৬ হাজার ৭৯১ কোটি টাকা। ইদের পর দুই দিনে সূচক ফিরলো ১২৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৬পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ২৪৫ কোটি ৬৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ২০২ কোটি ২৭ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১২১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৫৩টির, কমেছিল ৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.