আজ: শনিবার, ১৫ মার্চ ২০২৫ইং, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুলাই ২০২৪, রবিবার |

kidarkar

ক্রেতার জমায়েত থাকলেও বিক্রেতার দেখা মিলেনি দুই ডজন শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পতনের বৃত্তে আটকে থাকার পর দেশের শেয়ারবাজার ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। গত চার দিন যাবত শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় রয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার শেয়ারবাজারে উত্থানের সেঞ্চুরী হয়েছে। সেদিন সূচক বেড়েছিল প্রায় ১২৫ পয়েন্ট। তবে সেদিন খুব বেশি কোম্পানির বিক্রেতাশুন্য হওয়ার ঘটনা ঘটেনি।

আজ রোববার (০৭ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুচক বেড়েছে ৬১ পয়েন্টের কিছু বেশি। তারপরও আজ দুই ডজন কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও হতে দেখা যায়। বিনিয়োগকারীদের কেনার চাপ থাকায় বিক্রেতারা বর্তমান দামে শেয়ার ছাড়তে চায়নি। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার সর্বোচ্চ হল্টেড প্রাইসে ক্রেতাদের বিপুল জমায়েত থাকলেও বিক্রেতাদের দেখা মিলেনি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের প্রায় সব বিনিয়োগকারী এখনো বড় লোকসানে রয়েছেন। যদিও গত চার দিনে শেয়ারবাজার ইতিবাচক রয়েছে, তারপরও তাদের মুনাফায় ফিরতে বাজার আর অনেক দূর যেতে হবে। তবে বিনিয়োগকারীরা আশাবাদী বাজার শিগগির ভালো অবস্থানে পৌঁছবে।

এদিন যেসব কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য থাকে, তারমধ্যে ছিল- অ্যাপেলো ইস্পাত, ডেল্টা স্পিনিং, খান ব্রাদার্স, জিলবাংলা সুগার, ডরিন পাওয়ার, ইন্টারন্যাশনাল লিজিং, রিংশাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, বে লিজিং, কেয়া কসমেটিক্স, ফনিক্স ফাইন্যান্স, সাউথবাংলা ব্যাংক, প্রিমিয়ার লিজিং, পপুলার লাইফ, সোনালী পেপার, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডসহ আরও কয়েকটি মিউচ্যুয়াল ফান্ড।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.