আজ: শনিবার, ১৫ মার্চ ২০২৫ইং, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০২৪, বুধবার |

kidarkar

বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বাড়লো শাহজিবাজার পাওয়ারের

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়।

সূত্র আরও জানায়, ৯ জুলাই বিদ্যুৎ সরবরাহের চুক্তির প্রথম সংশোধনী কার্যকর হিসেবে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস’ শর্তে পাঁচ বছরের চুক্তি করে কোম্পানিটি। উভয়পক্ষের আলোচনায় আরও ৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পায় শাহজিবাজার পাওয়ার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.