বিএসইসির ওয়েবসাইট হ্যাকড
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
বিএসইসির ওয়েবসাইট sec.gov.bd তে গেলে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সোমবার (৫ আগস্ট) রাতে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় হ্যাকড বাই স্টুডেন্ট সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেই ছবিটি চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের।
ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের চলমান ১ দফা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের একটি পক্ষ বিএসইসির ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে।
Down market a short sell chara bebsha kora jai na,short sell er choranto onomodon kobe dibe news koren.india te short kora jai,amader ekhane kora jai na keno.equity te short sell kobe dibe.