বড় উত্থানেও ৬০ কোম্পানির শেয়ারের ঘুম ভাঙ্গেনি
নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর আজ প্রথম কর্মদিবস মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৯৭ পয়েন্টের বেশি। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান।
কিন্তু এতো বড় উত্থানের দিনে আজ ৩২৮ কোম্পানির শেয়ার দরে ছিল ইতিবাচক প্রবণতা। এরমধ্যে অন্তত ৬ ডজন কোম্পানির দিনের সর্বোচ্চ দম ১০ শতাংশ বেড়ে বিক্রেতাশুন্য ছিল।
তারপরও আজ ৬০ কোম্পানির শেয়ারের ঘুম ভাঙ্গেনি। কোম্পানিগুলোর শেয়ার আজও নেতিবাচক প্রবণতায় ছিল। কোম্পানিগুলোর মধ্যে ইন্সুরেন্স খাতের কোম্পানিই ছিল বেশি। এর পরের অবস্থানে ছিল ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মালিকানায় বা পরিচালনায় রয়েছেন আওয়ামী লীগের নেতারা। যে কারণে স্বরণকালের উত্থানের দিনেও কোম্পানিগুলোর শেয়ার দর বাড়েনি, বরং কমেছে। এরমধ্যে অনেকগুলো ছিল ক্রেতাহীন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানির শেয়ার দর কমেছে, যেগুলোর মালিকানায় বা পরিচালনায় আওয়ামী লীগের কেউ নেই। কেবল গুজবের কারণে ওই কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। আগামীকাল থেকেই কোম্পানিগুলোর শেয়ার দর ঘুরে যেতে পারে বলে তাদের বিশ্বাস।
Down market a short sell chara bebsha kora jai na,short sell er choranto onomodon kobe dibe news koren.india te short kora jai,amader ekhane kora jai na keno.equity te short sell kobe dibe.
আজাড়া short sell এর দরকার নাই।
asslamualikum DSE kasay amader anuroth shar j companir huknakno
invest sobar jathay kono manus khoter modday na pory