মৌলভিত্তিসম্পন্ন ১০ কোম্পানির শেয়ারে সূচকের উড়ন্ত সূচনা
নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজারে সুবাতাস শুরু হয়েছে। প্রতিদিনই পুঁজিবাজারে সূচকের বড় লাফ দেখা যাচ্ছে। গত তিন কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৬৯৫ পয়েন্ট। এরমধ্যে আগের দুই দিন মঙ্গলবার ও বুধবার ডিএসইর সূচক বেড়েছে ৩৯০ পয়েন্ট। আর আজ বৃহস্পতিবার বেড়েছে ৩০৫ পয়েন্ট।
ডিএসই ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে দর বেড়েছে ৩৬৪টি বা ৯১.৪৬ শতাংশ প্রতিষ্ঠানের। এরমধ্যে ১০ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক বেড়েছে ১২৫ পয়েন্টের বেশি। বাকি ২৬৪টি প্রতিষ্ঠান সূচকে যোগ করেছে ১৮০ পয়েন্ট।
যে ১০টি প্রতিষ্ঠান সূচকে যোগ করেছে ১২৫ পয়েন্ট, সেগুলো হলো-বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, বিকন ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোলসিম ও অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
এরমধ্যে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন-এই ৫টি কোম্পানির শেয়ার দর উত্থানে সূচক বেড়েছে ৯০ পয়েন্ট।
Down market a short sell chara bebsha kora jai na,short sell er choranto onomodon kobe dibe news koren.